পাগলা মিজান কীভাবে ‘ধনকুবের’, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিতঃ 9:24 pm | October 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

দৃশ্যমান আয়ের কোন উৎস নেই। নেই বৈধ ব্যবসাও। ইটভাটা ব্যবসাও ছেড়েছেন ১৫ বছর আগে। কিন্তু রীতিমতোই এক ‘ধনকুবের’ তিনি। নামে-বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। কীভাবে এতো বিত্তবৈভবের মালিক হয়েছেন এ নিয়েও গোলকধাঁধায় পড়ার মতোই অবস্থা।

আরও পড়ুন: হলো না শেষ রক্ষা, যেভাবে ধরা পড়লো ‘পাগলা মিজান’

চলমান শুদ্ধি অভিযানে নিজের সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরেই ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ সাম্রাজ্যের গডফাদার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রিমিয়ার ব্যাংক থেকে ৬৮ লাখ টাকাও তুলেছিলেন।

কিন্তু তীরে এসেই যেন তরী ডুবেছে তাঁর। ধরা পড়েছেন র‌্যাবের হাতে। এখন সেই টাকা কোথায় রেখেছেন এ বিষয়টিরও খোঁজ খবর নিচ্ছে র‌্যাব।

আরও পড়ুন: ম্যানহোলের ঢাকনা চোর থেকে শত কোটি টাকার মালিক ‘পাগলা মিজান’

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে অবস্থিত পাগলা মিজানের বাড়িতে অভিযান শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ বেশ কয়েকটি দেশে ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সিডনিসহ আরও বেশ কয়েকটি দেশে তাঁর বাড়ি রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি কিনেছে।’

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারীর ভাই কীভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন?

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘তার বাসায় অভিযান চালিয়ে আমরা ৬ কোটি ৭২ লাখ টাকার চেক, ১ কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। সরকারি মাসিক বেতন ৩৫ হাজার টাকা ছাড়া তাঁর দৃশ্যত কোনো ব্যবসা নাই। তবে ১৫ বছর আগে তার ইটভাটার ব্যবসা ছিল, কিন্তু এখন সেটিও নাই। কীভাবে তিনি এত টাকা আয় করেছে সে বিষয়টি আমরা তদন্ত করব।’

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আরও জানান, ‘দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তিনি (পাগলা মিজান) গতকাল (বৃহস্পতিবার) প্রিমিয়ার ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা উত্তোলন করেছিলেন। কিন্তু সেই টাকাগুলো কোথায় রেখেছেন এখনো আমরা জানতে পারিনি। তদন্ত হয়তো এই জিনিসটিও বের হয়ে আসবে।’

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টার পরিকল্পনার কথা জানতেন সেই ‘পাগলা মিজান’!

তিনি বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে আমরা কয়েকদিন ধরে মিজানকে আটক করার জন্য চেষ্টা করছিলাম। পরে আজকে সকালে শ্রীমঙ্গলের কলেজ গেট এলাকা থেকে ভোর ৫টায় তাকে তার বান্ধবীর বাসা থেকে আমরা আটক করি। এ সময় তার কাছ থাকা একটি পিস্তল চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ২ লাখ টাকা উদ্ধার করি।’

মিজানের তথ্যের ভিত্তিতেই বাসায় অভিযান
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘মিজানের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তাকে শ্রীমঙ্গল থেকে ঢাকায় নিয়ে আসি। সেই তথ্য অনুযায়ী তার কার্যালয়ে এবং বাসায় অভিযান পরিচালনা করি। তবে তাঁর কার্যালয়ে তেমন কিছু পাওয়া যায়নি।

তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে একটি মামলা হবে। সেই জন্য তাকে আমরা এখন শ্রীমঙ্গল নিয়ে যাচ্ছি। এছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা হবে। তদন্ত প্রতিবেদনে যদি তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে আরও মামলা হবে।’

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা
ওয়ার্ড কাউন্সিলর মিজানের বিরুদ্ধে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, এর মধ্যে চাঁদাবাজির ছাড়া ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত টাকা এসব উৎস থেকে আসতে পারে। তবে তদন্ত শেষে সব বলা যাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের এ ম্যাজিস্ট্রেট বলেন, ‘তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে আমরা গ্রেফতার করেছি। শুধু কাউন্সিলর নয়, দেশের যেকোনো নাগরিক অবৈধভাবে অর্থ উপার্জন করলে তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারই অংশ হিসেবে কাউন্সিলর মিজানকে আমরা গ্রেফতার করেছি।’

কালের আলো/এনআর/এমএম

Print Friendly, PDF & Email