প্রধানমন্ত্রীর ভারত সফরসঙ্গী ঢাবি উপাচার্য

প্রকাশিতঃ 9:32 pm | October 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী ৩রা অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ সফরে সঙ্গী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

শনিবার(৪ অক্টোবর) দ্বিপক্ষীয় বৈঠকের পর যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সমঝোতা হতে পারে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর চারদিনের সফর শুরু হবে। সফর শেষে প্রধানমন্ত্রী রোববার বিকালে দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

৫ অক্টোবর নয়াদিল্লির হায়দারাবাদ প্যালেসে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হায়দারাবাদ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন একাডেমিক চুক্তি স্বাক্ষর হবে।

এই চুক্তিতে শিক্ষার মান উন্নীতকরণ, বিদেশী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোসহ একাডেমিক এক্সিলেন্সি প্রধান্য পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কালের আলো/বিআর/এমএম

Print Friendly, PDF & Email