বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 6:21 pm | September 27, 2019

কালের আলো প্রতিবেদকঃ

বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

তিনি বলেছেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশরত্ন শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৮১ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘেও দৃঢ়ভাবে বাংলাদেশের সাফল্যের কথাগুলো বিশ্ববাসীকে জানিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা গর্বিত হয়েছি।

তিনি আরও বলেন, এমন একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা অহংকার বোধ করি, যিনি ১৬ কোটি মানুষের শ্বাস-প্রশ্বাস অনুভব করেন এবং সেভাবেই কার্য সম্পাদন করেন। এই কর্মধারা অব্যাহত থাকবে। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণ হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেমন্ত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র আব্দুস সবুর প্রমুখ।

কালের আলো/এনআর/এমএইচ

Print Friendly, PDF & Email