ক্যাসিনো ব্যবসা বাংলাদেশে অবৈধ, এটা করতে দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 2:09 pm | September 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়, আইনের বাইরে কোনও ব্যবসা আমরা কাউকে করতে দেবো না।

তিনি বলেন, ক্যাসিনো ব্যবসা বাংলাদেশে অবৈধ। যেটা অবৈধ ব্যবসা সেটা চলতে পারে না। প্রধানমন্ত্রীর নির্দেশে এর বিরুদ্ধে অভিযান চলছে

রোববার (২২ সেপ্টম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যাক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতা হোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক, বা জনপ্রতিনিধি হোক, কাউকেই আইনসঙ্গত নয়, এমন ব্যবসা করতে দেব না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সে কাজটিই করছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি।

ফুটপাত দখলের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সিটি করপোরেশনকে লিস্ট দিতে বলা হয়েছে। কোন কোন ফুটপাতে হকার বসছে, দখল করছে আপনারা লিস্ট দিন। যেখানে একবার উচ্ছেদ হবে, সেখানে আর কেউ বসতে পারবে না।

কালে রআলো/বিএএ/এমএইচএ

Print Friendly, PDF & Email