বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কব্জি উড়ে গেল র‍্যাব সদস্যের

প্রকাশিতঃ 6:13 pm | September 15, 2019

কালের আলো প্রতিবেদক:

যশোরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে র‍্যাব-৬ খুলনার কর্পোরাল শহিদুল ইসলাম আহত হয়েছেন। তাঁর বাঁ হাতের কব্জি উড়ে গেছে।

রোববার(১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে অভয়নগর থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ভালো বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

ওসি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্ধার হওয়া সাতটি বোমা নিষ্ক্রিয় করতে আজ সকালে র‍্যাব-৬ খুলনার একটি দল অভয়নগর থানায় আসেন। অফিসিয়াল কাজ শেষে কর্পোরাল শহিদ সাতটি বোমা নিয়ে থানার সামনে নিষ্ক্রিয় করার সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তাঁর বাঁ হাতের কব্জি উড়ে যায়। এ সময় দলের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।

র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরূস সালেহীন ইউসুফ আজ বিকেলে বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে সাতটি বোমা উদ্ধার করে। থানাতেই বোমাগুলো রাখা ছিল। আদালতের নির্দেশে অভয়নগর থানা চত্বরে সেই হাতবোমা নিষ্ক্রিয় করতে যান শহিদুল ইসলামসহ ছয় সদস্যের একটি টিম।’

সালেহীন ইউসুফ বলেন, ‘একটি বোমা নিষ্ক্রিয় করতে বেলা পৌনে ১১টার দিকে কাজ শুরু করেন শহিদুল ইসলাম। সে সময় তাঁর বাঁ হাতেই বোমাটি বিস্ফোরিত হয়। এতে শহিদুল গুরুতর আহত হলে তাঁকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হাতের অবস্থা খুব খারাপ থাকায় বাঁ হাতের কব্জি কেটে বাদ দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

শহিদুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

কালের আলো/বিআর/এমএম

Print Friendly, PDF & Email