সরকারি সফরে চীন যাচ্ছেন বিমান বাহিনী প্রধান

প্রকাশিতঃ 8:13 pm | September 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

৬ দিনের সরকারি সফরে স্ব-স্ত্রীক চীন যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। রোববার(১৫ সেপ্টেম্বর) পিএলএ বিমান বাহিনীর আমন্ত্রণে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফর কালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জেনারেল ওয়ে ফেন্গি, স্টেট কাউন্সিলর এন্ড মিনিস্টার অফ ন্যাশনাল ডিফেন্স চীন এবং পিএলএ এয়ার ফোর্স এর কমান্ডার জেনারেল ডিঙ্গ লাইহেনের সাথে সাক্ষাত করবেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীন সফরকালীন সময়ে চীনের স্টেট এডমিনিস্ট্রেশন অপ সাইন্স, টেকনোলোজি এন্ড ইন্ড্রাস্টি অপ ন্যাশনাল ডিফেন্স এভিয়েশন ইনষ্টিটিউট অব পিএলএ এএফ রিসার্চ একাডেমি, চায়না এ্যাস্ট্রোনট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও পিএলএ বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলেও জানায় আইএসপিআর।

কালের আলো/এনআর/এমএইচএ

Print Friendly, PDF & Email