‘৪ ডিসেম্বর’ জাতীয় বস্ত্র দিবস

প্রকাশিতঃ 6:31 pm | September 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রতিবছর ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালিত হবে। এ জন্য এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্তকরণের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবছর ৪ ডিসেম্বরে ‘জাতীয় বস্ত্র দিবস’ হিসেবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে প্রতিবছর ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ পালিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এভাবে দিবস পালন মানে মানুষকে একটু সেনসিটাইজড করা। মানুষ স্মরণ করবে আজ বস্ত্র দিবস, এ জন্য আমাদের কিছু করণীয় আছে। আমাদের রফতানি আয় সবচেয়ে বেশি বস্ত্র থেকেই পাই।’

শফিউল আলম আরও বলেন, ‘পাট দিবস মার্চের একটা তারিখে (৬ মার্চ) আছে। মার্চ হচ্ছে স্বাধীনতার মাস, আর ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস, দুটো মিলে ওনারা (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), ওনারা স্বাধীনতা ও বিজয়কে একসাথে নিয়ে চলতে চান।’

কালের আলো/এনআর/এমএম

Print Friendly, PDF & Email