অনিয়ম বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ 3:40 pm | September 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম রোধে শিগগিরই অনলাইনে নজরদারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিংয়ের চিন্তাভাবনা করছি। শিগগিরই আমরা এই ব্যবস্থা করতে পারবো।

শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও অনিয়মের কথা শুনি সেগুলো যেন বন্ধ হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হবে। যদি খুব ভালো মনিটরিং করা যায় তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশা করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

‘এছাড়াও আমরা শিশুদের মূল্যবোধ সৃষ্টিতে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি’ যোগ করেন তিনি।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওযারী প্রমুখ উপস্থিত ছিলেন ।

কালের আলো/বিআর/এমএম

Print Friendly, PDF & Email