‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয় ভালুকার আরএস টাওয়ারে

প্রকাশিতঃ 5:26 pm | March 25, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার ছয় তলা আরএস টাওয়ারে বিস্ফোরণ ঘটেছে গ্যাস সিলিন্ডার থেকে।

বোম ডিসপোজাল টিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ।

তিনি জানান, রোববার (২৫ মার্চ) ভোরে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন গ্যাস সিলিন্ডার থেকেই এ বিস্ফোরণ ঘটে।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জানান, বোম ডিসপোজাল টিমের সদস্যরা বিস্ফোরণের কারণ সনাক্তের চেষ্টা করছেন। কেন গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলো তা পরে জানা যাবে।

শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ অপু প্রাণ হারান।

গুরুতর অগ্নিদগ্ধ শাহীন, দীপ্ত সরকার ও হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email