বৃক্ষমেলায় নজর কাড়ছে আরিফুলের স্টল

প্রকাশিতঃ 9:13 pm | September 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গৃহ শোভার জন্য বৃক্ষকে বামন করে রাখার নামই হচ্ছে বনসাই। বনসাই মূলত সমাজের এলিটদের শখের হলেও বর্তমানে সব শ্রেণীর মানুষের শখের বস্তুতে পরিণত হয়েছে।

ময়মনসিংহের টাউনহল মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলায় তরুণ বনসাই শিল্পী আরিফুল ইসলামের ‘ময়মনসিংহ বনসাই হাউস’ স্টলে বিভিন্ন আকার আকৃতি ও রঙ-বেরঙের বনসাই ক্রেতা-দর্শনার্থীদের নজর কেড়েছে।

এছাড়াও রয়েছে বিরল প্রজাতির মিশরীয় লাল কাঠাল,কাঠাল, ভিয়েতনামের সুপারী, দেশী রাজভুগ, হিমসাগর, কাচামিঠা, হাড়িভাড়া, গোপালভোগ, রাজশাহীর রাজ ফজলি ও সুরমা ফজলি, থাই মিষ্টি তেতুলসহ বিভিন্ন প্রজাতির গাছ।

আরিফুল বলেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ময়মনসিংহের বৃক্ষপ্রেমী মানুষদের ভিন্ন স্বাদ উপহার দেয়া। যা এর আগে দেখেনি কিংবা পায়নি এমন কিছু দেয়া। প্রতিবার মেলাতে কমন গাছ দেখা যায় তাই আমি ভিন্ন কিছু রাখার চেষ্টা করেছি। তাই সাড়াও ভাল পড়েছে। তবে মেলা আরো কিছুদিন বাড়ানো হলে আমাদের জন্য খুবই ভাল হয়।

উল্লেখ্য, ময়মনসিংহ বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে আগামী ৬ সেপ্টেম্বর।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email