ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত ঘোষণা, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

প্রকাশিতঃ 9:45 pm | August 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এবার ময়মনসিংহ বিভাগকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষণা করতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এ ঘোষণা কার্যকর হবে।

চার জেলার জেলা প্রশাসকদের (ডিসি) ইতোমধ্যে এ সংক্রান্ত চার দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনাগুলো হলো- পলিথিন ব্যাগ, ঠোঙার ব্যবহার/বিক্রি বন্ধে জেলায় এবং উপজেলায় লিফলেট বিতরণ, গুরুত্বপূর্ণ স্থানে/গ্রোথ সেন্টারে ডিজিটাল ব্যানার স্থাপন, পহেলা সেপ্টেম্বর সকাল ১০টায় সব জেলা ও উপজেলায় সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে শোভাযাত্রা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা।

কালের আলো/এনএ/এমএইচএ

Print Friendly, PDF & Email