টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিতঃ 12:22 pm | August 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করেছেন।

বৃহস্পতিবার(২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলার জাদিমোরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা।

পরিদর্শক আরো বলেন, ‘কী কারণে এই হত্যাকাণ্ড, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ওমর ফারুক হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মো. মোনাফ কোম্পানির ছেলে। তিনি হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং জাদিমোরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

ওমর ফারুকের পরিবারের সদস্য ও স্থানীয়রা দাবি করেন, গতকাল রাতে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমর ফারুককে তাঁর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গেলে সন্ত্রাসীরা ওমর ফারুকের মরদেহ আনতে বাধা দেয়।

পরে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালের আলো/এআর/বিও

Print Friendly, PDF & Email