বন্যায় ক্ষতি ২০০ কোটি টাকার বেশি হবে না : কৃষিমন্ত্রী

প্রকাশিতঃ 3:37 pm | August 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জমিতে মূল ফসল ছিল না তাই এবারের বন্যায় সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, সবকিছু মিলিয়ে এবার বন্যায় ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকার বেশি হবে না। ক্ষতি কম হয়েছে। কারণ মাঠে ফসল ছিল না। ক্ষতি যা হয়েছে তা বীজতলা।

রোববার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের মধ্যে বীজ সরবরাহ করার কথা উল্লেখ করে তিনি বলেন, আশা করছি টার্গেট অনুসারে আমন উৎপাদন ও সংগ্রহ হবে। যেসব অঞ্চলে এখনও পানি নামেনি বা বীজ বপন করা যাচ্ছে না, সেসব এলাকায় রবি ফসল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। কৃষির আধুনিকীকরণ প্রয়োজন, যান্ত্রিকীকরণ প্রয়োজন; কারণ তা না হলে কৃষি এবং কৃষককে বাঁচানো যাবে না।

তিনি বলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। যে সব এলাকায় পানি না নামার জন্য আমন লাগাতে পারবে না। সেসব এলাকায় রবি ফসল উৎপাদনের পর্যাপ্ত পরিমাণ বীজ ও সার দেব। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। রবি ফসলে ভুট্টা, আলু, কলাই এবং অন্যান্য শাকসবজির বীজ, সার এবং অন্যান্য উপকরণ কৃষককে সরবরাহ করব। যাতে করে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেনো ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

কালের আলো/বিআর/এমএম

Print Friendly, PDF & Email