ভোলায় বন্দুকযুদ্ধে নিহতরা ধর্ষণ মামলার আসামি

প্রকাশিতঃ 5:39 pm | August 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ভোলার পুলিশ সুপার(এসপি) সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, ভোলায় পুলিশের সঙ্গে কথিত ত্রিমুখী বন্দুকযুদ্ধে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামির মৃত্যু হয়েছে। এরা মাদক বেচাকেনা ও জলদস্যু দলের সঙ্গে জড়িত ছিল।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, নিহতরা হলেন, সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের কামালের ছেলে মঞ্জু (২৮) ও সৈয়দ আহমদের ছেলে আলামিন (২৫)।

পুলিশ সুপার বলেন, নিহতরা ঈদের আগের দিন রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিলো। এ ঘটনায় থানায় মামলাও হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ভোররাতের দিকে দুই দল জলদস্যুর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে দস্যুরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ১০ মিনিট ত্রিমুখী গোলাগুলির পর দস্যুরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।

প্রথমে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা না গেলেও দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এরা দুজনেই ধর্ষণ মামলার আসামি।

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email