অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ময়মনসিংহে অভিযান

প্রকাশিতঃ 9:50 pm | August 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ময়মনসিংহে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ বাস ডিপো থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের বাসে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত প্রতিকারের উদ্দেশে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।’

এ সময় বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসে যাত্রী সেজে টিকিট কিনতে গিয়ে টিকিটের মূল্যবৃদ্ধির অভিযোগের সত্যতা পাওয়াসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। পরে মালিক সমিতির প্রতিনিধিদের ডেকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া এবং যাত্রী সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়।’

কালের আলো/এআ/এমএম

Print Friendly, PDF & Email