অর্থ পাচারের অভিযোগে স্ত্রীসহ মাহী বি চৌধুরীকে দুদকে তলব

প্রকাশিতঃ 6:06 pm | August 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে চিঠি পাঠিয়েছে।

অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সই করা নোটিশে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় ‍কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওই নোটিশে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বিকল্পধারার সংসদ সদস্য।

এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email