যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উৎসবে হামলা, নিহত ৩

প্রকাশিতঃ 12:07 pm | July 29, 2019

কালের আলো ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি বার্ষিক খাদ্য উৎসবে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

স্থানীয় সময় রোববার(২৮ জুলাই) বিকেলে তিন দিনব্যাপী চলমান গিলোরি গারলিক ফেস্টিভ্যালের শেষদিনে এ হামলার ঘটনা ঘটে।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গিলোরি পুলিশ কর্তৃপক্ষ এক টুইটবার্তায় বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী জুলিসা কনট্রেরাস নামের এক নারীর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এনবিসি জানায়, ‘৩০ থেকে ৩৫ বছরের এক শ্বেতাঙ্গ পুরুষ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মানুষকে উৎসব প্রাঙ্গণে ছোটাছুটি করতে দেখা যায়।

ইভানি রেয়েস নামের প্রত্যক্ষদর্শী এক ১৩ বছরের কিশোরীর বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ গুলিবর্ষণের আওয়াজ শোনা গেলে উৎসবে অংশ নেওয়া মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করে।

১৯৭৯ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খাদ্য উৎসব গিলোরি গারলিক ফেস্টিভ্যাল।

কালের আলো/ডিও/এমএম

Print Friendly, PDF & Email