যার যা আছে তা নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়ান : জি এম কাদের

প্রকাশিতঃ 6:15 pm | July 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের কর্মীদের যার যা আছে, তা নিয়েই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতি করি। পল্লীবন্ধু আজীবন দুর্গত মানুষের সেবা করে গেছেন, আমরাও পল্লীবন্ধুর মতোই মানুষের সেবা করবো। দুঃস্থ মানুষের পাশে থাকবো।’

শনিবার(২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামেরচর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী বন্যার্তদের পাশে থাকবেন। নদী ভাঙনের মতো প্রাকৃতিক দূর্যোগের কাছে মানুষ অসহায়। তবে পর্যায়ক্রমে নদী ভাঙনরোধে ব্যবস্থা নেবে সরকার।’

এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘মানুষের এমন কষ্টে আমরা বসে থাকতে পারি না।’ দুর্গত প্রতিটি মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে সরকারের প্রতি আহ্বানও জানান জাতীয় পার্টির মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব) সোহেল মোহাম্মদ রানা এমপি,ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবদুস সোবহান, জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা সোলায়মান সামি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব ফয়সাল দিদার দিপুসহ স্থানীয় নেতারা।

কালের আলো/এআর/পিওএম

Print Friendly, PDF & Email