২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬১ রোগী হাসপাতালে

প্রকাশিতঃ 10:40 am | July 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬১ জন রোগী গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার(২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদের মধ্যে দুজন হেমোরজিক ডেঙ্গুতে আক্রান্ত।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৪৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, মিটফোর্ডে ৫৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৮০ জন, বারডেম হাসপাতালে চারজন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ১৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছয়জন এবং বেসরকারি ক্লিনিকগুলোতে ১৩৭ জন ভর্তি হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার ইউএনবিকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ৫৫৯ জন, রাজধানীর বাইরে একজন এবং আরেকজন খুলনার।’

এ বছর ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত সরকারি হিসেব মতে সাত হাজার ৭৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আটজন মারা গেছেন।

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email