‘ব্যক্তিগত বিষয়ে এতো মতামত কেন দেন’

প্রকাশিতঃ 4:10 pm | March 16, 2018

মারিয়া সুলতানা মুমু:

মিডিয়ার কারো বিয়ে, ডিভোর্স,প্রেম পরকীয়া,চরিত্র উশৃঙ্খলতা, খাওয়া ঘুমানো সব .. স..ব কিছু নিয়ে মানুষের আগ্রহের কোন শেষ নাই।

সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারন মানুষ সবার আগ্রহ,বিচার, মন্তব্য, মতামত সব চলতে থাকে।

কোন সমস্যা নাই, আগ্রহ থাকতেই পারে !

যে মিডিয়া পারসোন এর চরিত্র তুলোধুনো করতেছেন, তাকে কি কাজ দেয়া বন্ধ করছেন, বা তার কাজ দেখা কি বন্ধ করছেন!!

নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল ক্রিকেটার – সবাইকে দুইমাস আগে ব্যক্তি চরিত্র বিচার করে মাটির সাথে মিশায়ে আবার দুইমাস পর তার কেরিয়ার দেখে হাত-তালিতে বত্রিশ দাঁত বের করে কলিজা চওড়া করে ফেলেন!!

চরিত্র নিয়ে বিচার করলে তো বয়কট করার কথা!!

কর্মক্ষেত্রের কাজ নিয়েই যদি বিচার করবেন, তাহলে ব্যক্তিগত বিষয়ে এতো মতামত কেন দেন !!

 

চীফ ডিজাইনার, মুমু মারিয়া

ফেসবুক থেকে সংগৃহীত

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email