ভালুকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিতঃ 9:23 am | July 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে সাইফুল ডাকাত (৪০) নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) দিনগত রাতে উপজেলার হাতিবের এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ কালের আলো’কে বলেন, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে জানতে পারি ভালুকার হাতিবের এলাকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল অবস্থান করছে। পরে রাত ১টার দিকে তাকে আটকের জন্য অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় সাইফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত ১৬ জুন উপজেলার কৈয়াদি গ্রামে পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে সাইফুল ও তার সহযোগী রমজান।

পরে এ ঘটনায় গত ৩০ জুন ভালুকা মডেল থানায় ওই কিশোরী নিজেই বাদী হয়ে সাইফুলকে প্রধান আসামি করে গণধর্ষণের মামলা দায়ের করে।

কালের আলো/এনএ/এমএম

Print Friendly, PDF & Email