৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিতঃ 5:46 pm | July 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন।

সোমবার(১ জুন) দুপুরে এ-সংক্রান্ত এক বৈঠক শেষে ফল প্রকাশ করা হয়। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।

ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। প্রায় এক বছর পর এই ফল প্রকাশ করল পিএসসি।

এছাড়া, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর (যেমন 123456) লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।

এবার লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ওই বছরের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ ছিল। পরে বাড়ানো হয়েছে আরও ১৪৬টি।

কালের আলো/এনএ/এমএম

Print Friendly, PDF & Email