পারিবারিক শিক্ষা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়’

প্রকাশিতঃ 9:12 pm | June 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পারিবারিক শিক্ষা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধে জয়ী হতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। জঙ্গি দমনে আমরা যেভাবে সফল হয়েছি একইভাবে মাদক নির্মূলেও সবাইকে সাথে নিয়ে সফল হতে চাই।

বুধবার (২৬ জুন) দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে টাউনহলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, র‍্যাব-১৪’র সিইও লে. কর্ণেল এফতেখার উদ্দিন, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক প্রমুখ।

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email