ফ্রান্সে ব্যস্ত সময় পার করছেন বিমান বাহিনী প্রধান

প্রকাশিতঃ 6:25 pm | June 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ফ্রান্সে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বিমানবাহিনী প্রধান গত সোমবার(১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত ‘দি ৫৩ ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো -২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এয়ার শো’তে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ও ফরাসি বিমান বাহিনী প্রধান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

এয়ার শোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথেও সৌজন্য সাক্ষাত করেন বিমান বাহিনী প্রধান

পরবর্তীতে তিনি ‘এয়ার শো’ তে অংশগ্রহণকারী পৃৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা এভিয়েশন কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বর্তমানে ব্যবহৃত ও ভবিষ্যতের বিভিন্ন বিমান প্রযুক্তির বিষয়ে আলোনা করেন।

এছাড়া বাংলাদেশের এভিয়েশন সেক্টরে নতুন নতুন বিমান প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এভিয়েশন সেক্টরের উন্নয়নের বিষয়েও আলোচনা করেন।

আলোচনাকালে তিনি প্রথমে বাংলাদেশের অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং কোম্পানীগুলোকে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে অংশগ্রহণের জন্য আহবান জানান।

কালের আলো/এআ/এমএম

Print Friendly, PDF & Email