সৌরভকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিতঃ 12:29 pm | June 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের অপহৃত ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: বাবা আমি অক্ষত এবং সুস্থ আছি : সোহেল তাজের ভাগ্নে সৌরভ

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টা ৩৫ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে সৌরভকে নিয়ে আসে ডিবি পুলিশ। পরে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন সৌরভের মামা সোহেল তাজ, বাবা মানিক ও মা ইয়াসমিন। হস্তান্তরের বিষয়টি সোহেল তাজ তার ফেসবুকে লাইভে দেখান।

প্রিজন ভ্যানের পিছনে থাকা একটি মাইক্রোবাস থেকে নেমে আসেন সৌরভ। পরক্ষণেই জড়িয়ে ধরেন মাকে। মায়ের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেন।

মিনিট খানেক পর বাবা ও সোহেল তাজকে বুকে জড়িয়ে ধরেন সৌরভ। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে, বৃহস্পতিবার (২০ জুন) ভোরে ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে সৌরভকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: নিখোঁজ সৌরভের হদিস দিলেন অটোরাইসমিল ম্যানেজার

গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা।

সোহেল তাজের ফেসবুক লাইভ-

Posted by Sohel Taj on Wednesday, June 19, 2019

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email