এবার মোস্তাফিজের জোড়া আঘাত

প্রকাশিতঃ 6:38 pm | June 17, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপের ২৩তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে উইন্ডিজ।

দুর্দান্ত খেলতে থাকা শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে নিজের ৫০তম ম্যাচটি কিছুটা হলেও স্মরণীয় করে রাখলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে ওঠা হেটমায়ারকে তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান মোস্তাফিজ। একই ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই ফেরান রাসেলকেও।

নিজের দ্বিতীয় উইকেট হিসেবে নিকোলাস পুরানকে তুলে নিলেন সাকিব আল হাসান। এর আগে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা অ্যাভিন লুইসকেও ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরান সাকিব। ৩০ বলে ২৫ রান করে সৌম্য সরকারের হাতে সীমানায় ধরা পড়েন পুরান। এর আগে তৃতীয় ওভারের তৃতীয় বলে কুইসকে ফেরান সাকিব।

এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ৪০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ২৪৩। হোপ অপরাজিত আছেন ৮২ রানে তার সঙ্গে আছেন অধিনায়ক জেসন হোল্ডার।

এর আগে, শুরু থেকেই কিছুটা আঁটসাঁট খেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তারই ফল হিসেবে শূন্য রানেই ফিরলেন।

নিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই গেইলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ বল খেলে শূন্য রানে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল।

কালের আলো/পিও/এমএম

Print Friendly, PDF & Email