ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিতঃ 10:57 pm | June 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের উদ্যোগে ময়মনসিংহে ২০১৯ সালের এসএসসি, দাখিল বা সমমান পরীক্ষায় জিপিএ- ৫ এবং জিপিএ- ৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনে জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, মেডেল ও বিএসবি ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নের ক্ষেত্রে স্কলারশিপ প্রদানে ঘোষণা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিক্ষা সংস্কারক, আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ।
তিনি শিক্ষার্থীদের আগামীদিনের শিক্ষা এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট- এর উপর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
উক্ত অনুষ্ঠানে এসএসসি, দাখিল বা সমমান পরীক্ষা ২০১৯ সালের উত্তীর্ণ প্রায় ২০০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ জেলার বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষারত উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক মন্ডলীও উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ