পাকিস্তানকে হারিয়ে উইন্ডিজের দুর্দান্ত সূচনা

প্রকাশিতঃ 7:34 pm | May 31, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো পাত্তাই পেলোনা পাকিস্তান।ক্যারিবিয়ানদের বোলিং তোপের মুখে পড়ে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।জবাবে ১০৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ১১.৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এদিন ব্যাট হাতে ৩৪ বলে ৫০ রান করেন ক্রিস গেইল। এছাড়া ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে লজ্জায় পড়ে পাকিস্তান।এদিন ইনিংসের শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের গতির সামনে মাত্র ১০৫ রানে অলআউট সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। শুক্রবার ইংল্যান্ডের নটিংহামে টস হেরে ব্যাটিং নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।

ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারান ইমাম-উল-হক। শেলডন কটরিলের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের এ ওপেনার। ইমামের বিদায়ের মধ্য দিয়ে ১৭ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম।

এরপর সাজঘরে ফেরেন অন্য ওপেনার ফখর জামান। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করার সুযোগ পান পাকিস্তানের এ ওপেনার।দলকে টেনে তোলার আগেই বিপদে পড়ে হারিস সোহেল। আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি।

ওশান থমাসের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে শাই হোপের দুর্দান্ত ক্যাচে পরিণত হন বাবর আজম। এভাবে একের পর এক উইকেট হারিয়ে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটি যায় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করে করেন বাবর আজম ও ফখর জামান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ রানে ৪ উইকেট নেন ওশান থমাস। এছাড়া ৪২ রানে ৩ উইকেট তুলে নেন জেসন হোল্ডার।

কালের আলো/পিআর/এমএম

Print Friendly, PDF & Email