ঈদে অপরাধ রুখতে রাজধানী জুড়ে সাদা পোশাকের পুলিশ : ডিবি প্রধান

প্রকাশিতঃ 3:18 pm | May 29, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঈদ কেন্দ্রিক যেকোনো ধরনের অপরাধ রুখে দিতে রাজধানী জুড়ে সাদা পোশাকের পুলিশ ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবির প্রধান আব্দুল বাতেন।

তিনি বলেছেন, সাধারণ মানুষের ভয়ের কিছু নাই। ঈদ কেন্দ্রিক কোনো অপরাধ চক্র কোনো সাধারণ মানুষের ক্ষতি করতে পারবে না। কেননা রাজধানী জুড়ে সাদা পোশাকের ডিবি পুলিশ ছড়িয়ে রয়েছে।

‘তারা সাধারণ মানুষকে সাহায্য করবে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

বুধবার (২৯ মে) গাবতলীতে ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বাস চালকদের উদ্দেশ্যে বলেন, ঈদ জার্নিতে চলাচল করা কোন গাড়িতে ওষুধ বিক্রি, মলম বিক্রি, খাবার বিক্রি জন্য কাউকে উঠতে দিবেন না। রোজা শুরুর পর থেকে এমন অপারেশন নিয়মিত চলছে। এরেইমধ্যে এসব পার্টির ১০০ জন সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

কালের আলো/আরএ/এমএম

Print Friendly, PDF & Email