দেখতে অবিকল বঙ্গবন্ধুর মত গোপালগঞ্জের আরুক মুন্সী

প্রকাশিতঃ 3:36 am | May 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

হঠাৎ দেখে যে কেউ ভড়কে যাবেন। মনে হবে হেঁটে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু। গায়ে সাদা পাজামা-পাঞ্জাবি ও মুজিব কোট। আর চোখে সেই কালো চশমা এবং আধা-পাকা চুল আঁচড়ানো লোকটিকে দেখে জাতির জনক বঙ্গবন্ধু ভেবে যে কেউ এই ভুলটি করবেন।

কারণ, শুধু পোশাকেই নয়, চেহারাতেও রয়েছে অবিকল সেই মিল। তিনি হলেন আরুক মুন্সি।

সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন তিনি। শুধু তাই নয়, কৌতুহলে তার সাথে ছবিও তোলেন অনেকে।

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া আরুক মুন্সি চাকরি করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে।

বর্তমানে তার পরিবার নড়াইলের ইতনা গ্রামের সুচাইলে বসবাস করছে। এ কারণে বাড়িতে তেমন একটা আসেন না তিনি। তবে বিভিন্ন উৎসবে বাড়িতে এলেই তাকে দেখার জন্য লোকজনের ভিড় পড়ে যায়।

এলাকার সাধারণ মানুষ আরুক মুন্সীকে দেখার জন্য ভিড় করে থাকেন। অবাক দৃষ্টিতে তাকে দেখেন। এ যেন আরেক বঙ্গবন্ধু! অনেকেই তার সঙ্গে সেলফি তোলেন। অনেকে কুশল বিনিময় করে মনের শান্তি পান।

আরুক মুন্সী বলেন, ‘মানুষ ভিড় করে বলে বিব্রত হন না। ভালোই লাগে। নি‌জেকে বঙ্গবন্ধুর আদ‌র্শের সৈ‌নিক ম‌নে করি আমি।’

কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, ‘সত্যিই তাকে হঠাৎ দেখলে বঙ্গবন্ধুর মতো দেখায়। তাকে আমিও প্রথম দেখে অবাক হয়েছিলাম।’

কালের আলো/এনএল/এমএইচএ

Print Friendly, PDF & Email