বুথফেরত জরিপে মোদির জয়ের আভাস

প্রকাশিতঃ 8:29 pm | May 19, 2019

কালের আলো ডেস্ক:

ভারতে ফের ক্ষমতাসীন হতে চলেছে নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। বুথফেরত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। এতে বলা হয়েছে, দেশটির ডানপন্থী দলগুলোর নেতৃত্বদানকারী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট ৪৮৩ আসনের মধ্যে ২৯২ থেকে ৩১২ টি আসনে এবং কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ১২৫ থেকে ১৩৫ আসন পেতে পারে।

রোববার(১৯ মে) লোকসভা নির্বাচনের শেষ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ করা হয়েছে বুথফেরত জরিপের ফলাফল। ভোট দিয়ে ফেরা ভোটারদের ওপর জরিপ চালিয়ে করা হয় এই বুথ ফেরত জরিপ। এখন পর্যন্ত ৪টির সংস্থার বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার।

ভারতের লোকসভায় মোট আসন ৫৪৩টি, সরকার গঠন করার জন্য দরকার ২৭২টি। রোববার সপ্তম ধাপের নির্বাচন শেষ হওয়ার পর প্রকাশিত ৩টি বুথ ফেরত জরিপেই বিজেপির জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। এবং সবগুলো জরিপেই এনডিএ জোটের তিন ’শর বেশি আসন পাওয়ার কথা বলা হয়েছে। গত ২০১৪ সালের নির্বাচনে এই জোট পেয়েছিল ৩৩৬টি আসন।

কালের আলো/এএ

Print Friendly, PDF & Email