মন্ত্রিসভায় প্রথম রদবদল

প্রকাশিতঃ 5:44 pm | May 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গত ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভার পর প্রথমবারের মতো পুনবিন্যস্ত হলো। এতে অন্তত তিন জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বভার কমেছে।

রোববার (১৯ মে) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ সংসদের মন্ত্রিসভায় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মোস্তাফা জব্বারকে কেবল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রাখা হয়েছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জুনাইদ আহমেদ পলক একই দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকা তাজুল ইসলাম এখন কেবল স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যও এখন কেবল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এর বাইরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, টানা তৃতীয় দফায় আওয়ামী লীগ দেশ পরিচালননার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদসস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এই মন্ত্রিসভায় প্রথমবারের মত শরিকদের বাদ দেন।

এর পর, গত ৭ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর এই প্রথম মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসলো।

কালের আলো/এনএল/এমএইচএ

Print Friendly, PDF & Email