নিষিদ্ধ ৫২ পণ্যের বিরুদ্ধে অভিযানে নেমেছে ৭ টিম

প্রকাশিতঃ 5:15 pm | May 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

হাইকোর্টের আদেশ অনুযায়ী মানহীন ৫২ পণ্য খোলা বাজারে বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৭ টিম।

শনিবার (১৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ও দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান শুরু করেছে।

অভিযানের প্রথম দিন কারওয়ান বাজার, ধানমন্ডি এবং নিউমার্কেট এলাকায় মনিটরিং টিম তল্লাশি চালায়। এসময় বেশিরভাগ দোকানেই নিষিদ্ধ ঘোষিত ৫২টি পণ্যের কোনটিই পায়নি বাজার মনিটরিং টিম। তবে কারওয়ান বাজার ও নিউমার্কেটের কয়েকটি দোকানে নিষিদ্ধ তালিকায় থাকা কয়েকটি পণ্য বিক্রির জন্য মজুদ অবস্থায় পায় মনিটরিং দল। এগুলোর মধ্যে মোল্লা সল্ট এবং ডুডল ব্র্যান্ডের নুডলস অন্যতম।

এ সময় নিষিদ্ধ পণ্য বিক্রি বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা না মানায় কারওয়ান বাজারের নাসির স্টোরকে ১০ হাজার টাকা এবং নিউমার্কেটে জব্বার স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় গত রোববার (১২ মে) বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ ব্র্যান্ডের পণ্য জব্দ, ধ্বংস ও পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দেন আদালত।

যেসব পণ্য প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো-
১. তীর ব্র্যান্ডের সরিষার তেল ২. জিবি ব্র্যান্ডের সরিষার তেল ৩. পুষ্টির সরিষার তেল ৪. রূপচান্দার সরিষার তেল ৫. সান ব্র্যান্ডের চিপস

৬. আরা ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার ৭. আল সাফি ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার ৮. মিজান ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার ৯. মর্ণ ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার ১০. ডানকানের ন্যাচারাল মিনারেল ওয়াটার ১১. আর আর ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার ১২. দিঘী ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার

১৩. প্রাণের লাচ্ছা সেমাই ১৪. ডুডলি ব্র্যান্ডের নুডলস ১৫. টেস্টি তানি তাসকিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার ১৬. প্রিয়া সফট ড্রিংক পাউডার ১৭. ড্যানিশ ব্র্যান্ডের হলুদের গুড়া ১৮. প্রাণের হলুদের গুড়া ১৯. ফ্রেস ব্র্যান্ডের হলুদের গুড়া

২০. এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুড়া ২১. প্রাণ ব্র্যান্ডের কারী পাউডার ২২. ড্যানিস ব্র্যান্ডের কারী পাউডার ২৩. বনলতা ব্র্যান্ডের ঘি ২৪. পিওর হাটহাজারির মরিচের গুড়া

২৫. মিষ্টিমেলার লাচ্ছা সেমাই ২৬. মধুবনের লাচ্ছা সেমাই ২৭. মিঠাই এর লাচ্ছা সেমাই ২৮. ওয়েল ফুডের লাচ্ছা সেমাই ২৯. এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ ৩০. মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ

৩১. কিং ব্র্যান্ডের ময়দা ৩২. রূপসা ব্র্যান্ডের দই ৩৩. মক্কা ব্র্যান্ডের চানাচুর ৩৪. মেহেদি ব্র্যান্ডের বিস্কুট ৩৫. বাঘাবাড়ী স্পেশালের ঘি ৩৬. নিশিতা ফুডসের সুজি ৩৭. মধুযুলের লাচ্ছা সেমাই

৩৮. মঞ্জিল ফুডের হুলুদের গুড়া ৩৯. মধুমতি ব্র্যান্ডের আয়োডিন যুক্ত লবণ ৪০. সান ব্র্যান্ডের হলুদের গুড়া ৪১. গ্রীনলেনের মধু ৪২. কিরণ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ৪৩. ডলফিন ব্র্যান্ডের মরিচের গুড়া

৪৪. ডলফিন ব্র্যান্ডের হলুদের গুড়া ৪৫. সূর্য ব্র্যান্ডের মরিচের গুড়া ৪৬. জেদ্দা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ৪৭. অমৃত ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ৪৮. দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ

৪৯. তিনতীরের আয়োডিনযুক্ত লবণ ৫০. মদিনা, স্টারশিপের আয়োডিনযুক্ত লবণ ৫১. তাজ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ ৫২. নূর স্পেশালের আয়োডিন যুক্ত লবণ।

কালের আলো/এএ

Print Friendly, PDF & Email