মান উন্নয়ন করতে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি

প্রকাশিতঃ 4:12 pm | May 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শিক্ষার মান উন্নয়ন ও বিশ্বায়ন উপযোগী করতে শিক্ষাকে জাতীয়করণের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

শনিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বর্তমান জনবান্ধব সরকারের আমলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবস্থার পরিবর্তনসহ শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তারপরও এখনও অনেক বৈষম্য রয়েছে। এ বৈষম্যের সম্পূর্ণ অবসান করার জন্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ একান্ত অপরিহার্য।’

তার দাবি, শিক্ষার মান উন্নয়ন ও বিশ্বায়ন উপযোগী করতে বর্তমান সরকারের বর্তমান মেয়াদে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনুরূপ পূর্ণাঙ্গ উৎসব, চিকিৎসা ভাতা ও যৌক্তিক বাড়ি ভাড়া প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক কাজী মিজানুল ইসলাম, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email