উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহতের ঘোষণা ধর্ম প্রতিমন্ত্রীর

প্রকাশিতঃ 10:47 pm | May 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহতের ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেছেন, ধর্মের নামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি ঘৃণ্য বিষয়। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান নেই। সবার সহযোগিতায় ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘পালক-পুরোহিতগণের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রত্যেক ধর্মের অনুসারীর কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বিষয়। সব কিছুর ঊর্ধ্বে মানব ধর্ম, যা প্রতিটি ধর্মের ক্ষেত্রে সত্য। প্রতিটি ধর্মের মূল বিষয়গুলোতে অনেক সাদৃশ্য রয়েছে। সেসব সাদৃশ্যকে অবলম্বন করে সম্প্রীতি বৃদ্ধি করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত দেশের অসারতা বুঝতে পেরেছিলেন। তিনি সব ধর্মের অনুসারীদের জন্য বাসযোগ্য ও নিরাপদ একটি দেশের স্বপ্ন দেখেছিলেন এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন।’

তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকুক না কেন তাদের দায়িত্ব হবে প্রতিটি ধর্মের অনুসারীদের তাদের নিজস্ব মতে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা দেওয়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার নতুন স্লোগান হলো ‘ধর্ম যার যার, উৎসব সবার’, যা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তন করেছেন।”

প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অংশীদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সব ধর্মের অনুসারীরা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতো পবিত্র এ জায়গাকে আমি কোনোমতেই অপবিত্র হতে দেবো না। আমি নিজে অন্যায় করবো না, অন্য কাউকে অন্যায় করতে দেবো না।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জুয়েল আরেংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও এবং ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমাদ্দার।

কালের আলো/আরআর/এমএইচএ

Print Friendly, PDF & Email