‘বাহুবলী-২’ দেখিয়ে নারীর মস্তিষ্কে চললো অস্ত্রোপচার!

প্রকাশিতঃ 10:56 pm | October 07, 2017

গিটার বাজাচ্ছেন রোগী আর সেই সময় মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। এই ঘটনা এখন পুরানো হয়ে গেছে। এবার সামনে এসেছে বাহুবলী সিনেমা রোগীকে দেখতে বলে মস্তিষ্কে অস্ত্রোপচারের ঘটনা। ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুরে সত্যিই ঘটেছে এমন ঘটনা।

জানা গেছে, গুন্টুরের এক হাসপাতালের এক নার্সের ব্রেন স্ক্যানে ধরা পড়ে তার টিউমার হয়েছে। সেখানকার তুলসী মাল্টি স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ঠিক করেন, রোগীকে জাগিয়ে রেখেই করবেন অস্ত্রোপচার।

সেক্ষেত্রে তারা ঠিক করেন, অস্ত্রোপচারের সময় রোগীকে দেখানো হবে `বাহুবলী-টু`। সেই মতো অপারেশন থিয়েটারে একটি ল্যাপটপে রোগীর সামনে চালিয়ে দেওয়া হয় `বাহুবলী-২`। তারপর লোকাল অ্যানেস্থেসিয়া করে চলে অস্ত্রোপচার।

চিকিৎসকরা জানিয়েছেন, রোগীকে জাগিয়ে রেখে মস্তিষ্কে অস্ত্রোপচারের করলে সুবিধা হয়, কারণ ঠিক কোথায় সমস্যা রয়েছে তা সহজেই ধরা যায়। এক কথায় বাহুবলীর সাফল্যের মতোই সফল হয়েছে সেই অস্ত্রোপচার‌।

Print Friendly, PDF & Email