শ্রীলঙ্কায় হামলায় দুই বাংলাদেশি নিখোঁজ : প্রতিমন্ত্রী শাহরিয়ার

প্রকাশিতঃ 5:29 pm | April 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের পর শিশুসহ দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার(২১ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮৫ জন নিহত ও আরও ৪০০ শ’র অধিক আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

ভয়াবহ এ বিসেস্ফারণের খবর পাওয়ার থেকে এতে কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছেন কি না তা নিয়ে উদ্বেগ ছিল। ঘটনার পরপরই হেল্পলাইন চালু করে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো +৯৪১১৭৩৯৯৪৫৩।

মন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, নিখোঁজ দুই বাংলাদেশিকে খুঁজে বের করা যায়।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email