নববর্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত

প্রকাশিতঃ 11:06 pm | April 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

নতুন বছরের প্রথম দিন রোববার(১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ডাক অধিদফতর মিলনায়তনে এ ডাক টিকিট অবমুক্ত করেন তিনি।

এ সময় ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘরে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে।

ডাক টিকিট অবমুক্ত করে মোস্তাফা জব্বার বলেন, ‘বাঙালি জাতি, ধর্ম ও বর্ণের সবচেয়ে বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ। এ অঞ্চলের মানুষ শত বছর ধরে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়ায় নানা আয়োজনে এ দিবসটি নিজস্ব বৈশিষ্ট এবং জীবন যাপনের ধারায় মিল রেখে উদযাপন করা হচ্ছে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তব্য দেন। পরে বাংলা নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email