সৌদি আরব সফরে বিমান বাহিনী প্রধান

প্রকাশিতঃ 10:38 pm | April 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাত দিনের সরকারী সফরে সৌদি আরব অবস্থান করছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি গত মঙ্গলবার(৯ এপ্রিল) সৌদি গমন করেন।

সফরের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ফায়িদ বিন হা’মেদ আল-রোয়ালি এবং সৌদি বিমান বাহিনীর কমান্ডার লে. তুর্কি বিন বানদার বিন আবদুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার(১১ এপ্রিল) সন্ধায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর গবেষণা কর্মকর্তা মুহাম্মাদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে তারা পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও সফরকালে বিমান বাহিনী প্রধান রাজকীয় সৌদি বিমান বাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি এবং আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।

প্রসঙ্গত, সৌদি আরব সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email