জঙ্গিবাদকে রুখে দেয়ার দৃপ্ত শপথ ছাত্রলীগ নেতা আরিফের

প্রকাশিতঃ 4:58 pm | February 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মাথায় রক্তের দামে কেনা লাল-সবুজের পতাকা। হাতে শোকের প্রতীক কালো পতাকা। চিরচেনা স্টাইলে পতাকা হাতে শোক র‌্যালীতে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ।

পেছনে বর্ণমালা ক, খ, গ, ঘ আর ব্যানার নিয়ে দলীয় নেতা-কর্মীরা।

বরাবরই অনন্য এ ছাত্রলীগ নেতা। ব্যতিক্রম ছিলেন না মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা আওয়ামী লীগের শোক র‌্যালীতেও।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে এদিনও বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল মেধাবী ও পরিশ্রমী এ ছাত্রনেতা ও দক্ষ সংগঠকের।

একুশের চেতনায় জঙ্গিবাদকে রুখে দেওয়ার দীপ্ত শপথ নিয়ে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ বলেন, ভাষাশহীদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার গুরুত্ব শিক্ষা দেয়। ভাষার বিকৃতি রোধ করে বাংলা ভাষাকে সারাবিশ্বে আমাদের ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।

নেত্রীর হাতকে শক্তিশালী করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ শহর ছাত্রলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

কালের আলো/এইচএ/এএ

Print Friendly, PDF & Email