মালিবাগ-কুড়িল প্রগতি সরণি হবে মডেল সড়ক

প্রকাশিতঃ 9:29 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে প্রগতি সরণির কুড়িল পর্যন্ত সড়কটিকে মডেল সড়ক হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, এ সড়কটি হবে নিরাপদ সড়কের পাইলট প্রজেক্ট।

বৃহস্পতিবার(২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সড়কটিকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে মডেল সড়ক হিসেবে গড়ে তোলা হবে বলে জানান মেয়র।

তিনি বলেন, ‘পথচারীদের যত্রতত্র সড়ক পারাপার বন্ধে পুরো সড়কটির আইল্যান্ডে বসানো হবে ফেন্সিং বা লোহার গ্রিল। শুধু নির্দিষ্ট জায়গাতেই যেন পথচারীরা পারা হতে পারেন তার জন্য থাকবে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস।’

মেয়র বলেন, নিরাপদ সড়ক ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে এই সড়কটির উন্নয়ন করা হবে।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email