রওশনকে বিরোধী দলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি

প্রকাশিতঃ 7:35 pm | March 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (২৪ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হলেও তা প্রকাশ করা হয়েছে সোমবার।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এমপির (রংপুর-৩) ২৩ শে মার্চ তারিখে পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (লালমনিরহাট-৩) পরিবর্তে ময়মনসিংহ-৪ হতে নির্বাচিত সংসদ সদস্য বেগম রওশন এরশাদকে ‘বিরোধীদলীয় উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ মোতাবেক জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দান করিলেন।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। গত শুক্রবার উপনেতার পদ থেকে তাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান। জিএম কাদেরকে পদচ্যুত করার কারণ হিসেবে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতা ও দলের মধ্যে বিভাজন সৃষ্টিকে দায়ী করেছেন এরশাদ।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email