‘কারো সাথে অনৈতিক সম্পর্ক হলেও তা সম্ভব নয়’

প্রকাশিতঃ 2:13 pm | October 05, 2017

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে কোন কথা বলার ইচ্ছে ছিল না। কারণ শো’টি কোনভাবেই আন্তর্জাতিক মানের হয়ে উঠেনি।

৮/১০টা গদবাঁধা শো-এর মধ্যে এটিও ছিল একটি।

কিন্তু দুঃখজনকভাবে এই শোর একজন বিজয়িনীকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তার অতীত উঠে এসেছে মিডিয়াতে। যে মেয়েটি এক প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়ে এসএসসি পরীক্ষা দিতে না দিতেই বাল্য বিবাহের শিকার হয়েছিলো। সেই বিবাহকে অস্বীকার করে, সমস্ত বন্ধন ভেঙ্গে বিচারকদের পাশ কাটিয়ে হোক বা আয়োজকদের সন্তুষ্ট করে হোক ‘মুকুট’ অর্জন করেছে। তাকে আমি কোনভাবেই সাধারণ মেয়ে বলতে পারি না।

কারও সাথে অনৈতিক সম্পর্ক হলেও তা সম্ভব নয়। কারণ তাহলে তা অনেকেই চেষ্টা করতো বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি।

মেয়েটি কোনভাবেই মিসেস নয় কারণ সে কারো সংসার করছে না। যখন তার বিয়ে হয়েছে সে অপ্রাপ্ত বয়স্ক ছিল। বরং মিস ওয়ার্ল্ড মঞ্চে বাল্য বিবাহের ছোবল থেকে উঠে আসা মেয়েটি এক ধাপ এগিয়ে গেল।

পৃথিবীর কোটি মেয়েকে এই অভিশাপ থেকে বের হয়ে আসার উৎসাহ জোগাবে সে। অনৈতিক কিছু করেও যদি সে আজকের অবস্থানে এসে থাকে। এটা আসলেই ছিল কঠিন কাজ। তাই তার সংগ্রামকে সন্মান জানানোই উচিত বলে আমি মনে করি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email