বিশ্বজুড়ে ৭৩৭ ম্যাক্স সিরিজের সব বিমানের চলাচল বন্ধ

প্রকাশিতঃ 4:21 pm | March 14, 2019

বিশ্ব ডেস্ক, কালের আলো:

ইথিওপিয়ায় ১৫৭ যাত্রী নিয়ে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স সিরিজের বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাবিশ্বে এ সিরিজের সব বিমান চলাচল বন্ধ করেছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা কোম্পানি বোয়িং।

ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্তের ঘটনাস্থল থেকে তদন্তকারীরা নতুন কিছু প্রমাণ উদ্ঘাটন করেছে।

এর পরই বুধবার সারাবিশ্বে এ সিরিজের ৩৭১টি বিমানের চলাচল স্থগিত রাখার কথা জানায় বোয়িং। খবর বিবিসির।

প্রসঙ্গত রোববার দুপুরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে ইথিওপিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়।

এতে বিমানে থাকা ৩৩ দেশের আরোহী সবাই নিহত হয়েছেন।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে- ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আট ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল।

বিমানবন্দর থেকে ছাড়ার কিছু সময়ের মধ্যেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এটি আদ্দিস আবাবা থেকে ৩৭ মাইল দূরে বিধ্বস্ত হয়।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email