ভালোবাসা দিবসে গুগল লোকাল গাইডসে বাংলাদেশি দম্পতি

প্রকাশিতঃ 8:08 pm | February 15, 2018

কালের আলো ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে গুগল লোকাল গাইডস, গুগল এর অফিসিয়াল ব্লগ ( https://goo.gl/fKPn2C ) ও লোকাল গাইডসের অফিসিয়াল ফোরাম- লোকাল গাইডস কানেক্টে ( https://goo.gl/XKCDaR ) মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার শিরোনামে বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী কে নিয়ে ফিচার প্রকাশ করেছে ।

এছাড়া গুগল লোকাল গাইডসের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক-https://goo.gl/Kndu1N , টুইটার- https://goo.gl/tkPThu, গুগল প্লাস- https://goo.gl/ouqK1h) এই বাংলাদেশি দম্পতির ফিচার ও ছবি, ভিডিও স্থান পেয়েছে।

ফিচারটিতে এই দম্পতিদের ব্যক্তিগত জীবনের নানান দিক ফুটে উঠেছে। এই দম্পতি গুগল লোকাল গাইডসের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে চায়।

উল্লেখ্য, পাভেল সারওয়ার ২০১৭ যুক্তরাষ্ট্রের সালের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে যোগদেন। উক্ত সামিটে সারা বিশ্ব থেকে ১৫১ জন সেরা লোকাল গাইডস অংশগ্রহণ করে। সুমাইয়া জাফরিন চৌধুরী ২০১৬ ও ২০১৭ সালের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটের জন্য নির্বাচিত হন।

২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসে গুগল লোকাল গাইডস সুমাইয়া জাফরিন চৌধুরী কে নিয়ে ফিচার করেছিল।

পাভেল সারওয়ার ময়মনসিংহ লোকাল গাইডস এর কমিউনিটি মোডারেটর ও সুমাইয়া জাফরিন চৌধুরী দিনাজপুর লোকাল গাইডস’র মোডারেটর।

Print Friendly, PDF & Email