চীনে অবতরণ করতে পারবে না বোয়িংয়ের কোনো বিমান

প্রকাশিতঃ 7:45 pm | March 11, 2019

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান ১৫৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়ার পর এই মডেলের বিমানের সব ফ্লাইট বাতিল করতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে চীন।

দেশটির বিমান নিয়ন্ত্রক সংস্থা অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। খবর এএফপির।

ইথিওপিয়ার আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট ক্রুসহ ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি।

স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফোতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
সংস্থাটির মুখপাত্র বলেন, ইথিওপিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানটির ১৪৯ আরোহী ও আট ক্রুর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন। এদের মধ্যে চীনের আট নাগরিকও ছিলেন।

গত পাঁচ মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এক বিবৃতিতে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, কবে আবার বিমান সংস্থাগুলো পুনরায় বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের ফ্লাইট শুরু করতে পারবে সে বিষয়ে তাদের অবহিত করা হবে।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email