বদি-শাজাহান খানকে নিয়ে সংসদে প্রশ্ন, উত্তর দিলেন ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 7:57 pm | February 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিগত মন্ত্রীসভার নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিটি গঠন হওয়ায় সে কমিটি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ফখরুল ইমাম।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান ‘বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ, শাজাহান খান-কে দিয়ে সড়কে শৃঙ্খলা। গতবার শাজাহান খানের এক হাসি নিয়ে কতকিছু ঘটলো। সেই শাজাহান খানকে প্রধান করে গঠিত কমিটি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা সক্ষম হবে?’

ফখরুল ইমামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ব্যক্তিকে দেখব না, আমি দেখব ওই কমিটি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং সড়কে শৃঙ্খলা আনয়নে তারা সবাই মিলে কি সুপারিশমালা এবং কি রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। দেখুন না আপনি যতটা না আশা করছেন তার চেয়েও ভাল রিপোর্ট এবং প্রস্তাবও তো আসতে পারে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিককালে সড়ক দুর্ঘটনাজনিত পরিস্থিতির কিছু অবনতি ঘটায় আমরা জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা কাউন্সিলে সভা করেছি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই উপস্থিত ছিলেন। কয়েকজন মন্ত্রীও ছিলেন। তারা নিরাপত্তা কাউন্সিলের সদস্য হিসেবে এসেছেন। পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন, বিশেষজ্ঞরাও ছিলেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ডিএমপি কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন আরও কর্মকর্তা ডিআইজি হাইওয়ে সকলের উপস্থিতিতে আমরা নিরাপত্তা কাউন্সিল সভা করেছি। সেখানে আমরা সাম্প্রতিককালে বিগত শেখ হাসিনা সরকারের সময় সড়ক পরিবহন আইন পাস হয়েছে। সেই আইনের বাস্তবায়নের কিছু বিধি-প্রবিধি প্রণয়নের বিষয়ে ফেডারেশন নেতৃবৃন্দের এবং শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিত আমরা একটা কমিটি করেছি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, রেলপথ মন্ত্রী তিনজনকে দিয়ে একটা কমিটি করেছি। সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমাদের সুপারিশমালা তৈরি করার জন্য, রিপোর্ট প্রণয়নের জন্য ১৫ সদস্যের একটা কমিটি করেছি। সেখানে আসলে শাজাহান খানের নামটি প্রস্তাব করা হয়েছে, উপস্থিতি কেউ প্রস্তাবের বিরোধিতা করেনি।’

মন্ত্রী বলেন, ‘শাজহান খানের নেতৃত্বে আরও ১৪জন এই কমিটিতে আছেন। আমি এখানে ব্যক্তি দেখব না, ব্যক্তি অতীতে তার স্মৃত হাসির জন্য কোন সমস্যা উদ্ভব হয়েছে। সেটা আমি দেখতে চাইব না। আমি দেখব এই কমিটির সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণয়ে এবং সড়কে শৃঙ্খলা আনয়নে তারা সবাই মিলে সুপারিশ মালা এবং রিপোর্টটি কিভাবে পেশ করেন, কিভাবে তৈরি করেন, সেটার ভিত্তিতেই আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। কাজেই এখানে ব্যক্তি বিষয় না। একজন ব্যক্তি তো রিপোর্ট প্রণয়ন করবে না। যেহেতু অভিজ্ঞ মানুষ সেজন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। দেখুন না যতটা না আসা করছেন তার চেয়ে ভাল রিপোর্ট এবং প্রস্তাবও তো আসতে পারে।’

পরে সম্পূরক প্রশ্ন করতে যেয়ে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ওই প্রশ্নের বিরোধিতা করে বলেন, ‘শাজাহান খান সম্মানিত ব্যক্তি। উনার হাসির জন্য কিছু ঘটেছে না দেশে কেউ কিছু ঘটিয়েছে। সেটা আলোচনা করা দরকার। আমি তার প্রশ্নের প্রতিবাদ জানাচ্ছি।’

কালের আলো/এনএল/এমএইচএ

Print Friendly, PDF & Email