ময়মনসিংহে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

প্রকাশিতঃ 9:39 pm | February 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে সুমন মিয়া (১৮) নামে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবু জানান, জেলার হালুয়াঘাটের মধ্য ধুরাইলস্থ এলাকার ওই আসামির বাড়ীর সামনে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কিছু সদস্য এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস করার পরিকল্পনা করছে। এমন সংবাদের
ভিত্তিতে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৪’র ময়মনসিংহ ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার মেজর শিবলী সাদিকের নেতৃতে ওই স্থানে অভিযান চালিয়ে করে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, চারটি সিমকার্ড ও ১১ পাতা ফেসবুকের স্ক্রিন শর্ট প্রিন্ট ছবি উদ্ধার করা হয়।

কালের আলো/ওএইচ