সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

প্রকাশিতঃ 8:39 pm | February 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দশম সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকের একাদশ সংসদের উপনেতা করে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি এ চিঠি দেন

চিঠিতে সংসদীয় আসন ২১২, ফরিদপুর-২ থেকে নির্বাচিত সৈয়দা সাজেদা চৌধুরীকে সংসদ উপনেতা করার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

সাজেদা চৌধুরী গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতার কারণে উপনেতা পদে তার বহাল থাকা-না থাকা নিয়ে এতোদিন নানা আলোচনা ছিল। এ পদে আলোচনায় ছিলেন সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বুধবার জাতীয় সংসদে গঠিত আটটি সংসদীয় কমিটির মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে তাকে। এরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সংসদ উপনেতা থাকছেন সাজেদাই।

গত ৩০ জানুয়ারি শুরু হওয়া একাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রতিটি দিনই সংসদে অংশ নিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email