সংসদে অধিবেশনে যোগ দিলেন এমপি মাশরাফি

প্রকাশিতঃ 8:37 pm | February 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংসদ অধিবেশন যোগ দিয়েছেন নড়াইল -২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এটাই তার প্রথম সংসদ অধিবেশনে অংশ গ্রহণ। একাদশ সংসদের অধিবেশন গত ৩০ জানুয়ারি থেকে শুরু হলেও বিপিএলের খেলা নিয়ে ব্যস্ততা খাকা অধিবেশনে যোগ দেওয়া সম্ভব হয়।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত এমপি নাজমুল হাসান পাপনের সঙ্গে তিনি অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

অধিবেশনে যোগ দেওয়ায় মাশরাফিকে সংসদে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রথমবারের মতো আমি মাশরাফিকে সংসদে দেখলাম। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এমপি হিসেবে তার কাজ চালিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email